অ্যাপ থেকে ট্রিপ নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রিপের সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ সম্পর্কে জানতে এই বিষয়গুলি বুঝে নিন-
- কিছু নির্দিষ্ট ট্রিপে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ থাকতে পারে যা বিড করার পূর্বে দেখতে পাবেন এভাবে-
- যখন আপনার করা বিডটি শিপার গ্রহণ করবেন কেবলমাত্র তখনই ট্রিপের চার্জ আপনার ব্যালেন্সে বকেয়া দেখাবে।
-অর্থাৎ ধরুন আপনি একটা ট্রিপে ৯০০০ টাকায় বিড করেছেন যেই ট্রিপের চার্জ ৩০০ টাকা, শিপার যখন আপনার বিড গ্রহণ করবেন তখন আপনার একাউন্টে এই ৩০০ টাকা চার্জ বকেয়া দেখাবে-
- চার্জ কত বকেয়া আছে তা দেখতে অ্যাপের মেনু তে গিয়ে পেমেন্ট অপশনে যান-
আপনার সকল চার্জ পরিশোধ করা থাকলে ব্যালেন্স ০ থাকবে-
- অ্যাপে ক্রেডিট লিমিট অর্থাৎ সার্ভিস চার্জের কত টাকা বকেয়া রাখতে পারবেন তা এখান থেকে দেখে নিন-
গাড়ির ধরণ | ক্রেডিট লিমিট( বকেয়ার পরিমাণ) |
১ টন | ২০০ টাকা |
২ টন | ৫০০ টাকা |
৩.৫ টন- ২৫ টন | ৮০০ টাকা |
বিঃদ্রঃ ক্রেডিট লিমিট বা বকেয়ার পরিমাণ যথাক্রমে ২০০, ৫০০ এবং ৮০০ এর সমান বা এর বেশি হলে পরবর্তী ট্রিপ নিতে পারবেন না।
বিঃদ্রঃ অ্যাপে পেমেন্ট অপশনে বিকাশের মাধ্যমে ট্রিপের বকেয়া চার্জ পরিশোধ করার পর পুনরায় সকল ধরনের ট্রিপ নিতে পারবেন।
নিচের লিংক থেকে জেনে নিন কিভাবে অ্যাপ থেকে ট্রিপের সার্ভিস চার্জ পরিশোধ করবেন-